×

সারাদেশ

৩৩ মাস পর বড়পুকুরিয়া খনিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

৩৩ মাস পর বড়পুকুরিয়া খনিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

ফাইল ছবি

দীর্ঘ ৩৩ মাস পর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম। গত শনিবার গভীর রাতে করোনা বিধি নিষেধ তুলে নেওয়ার ঘোষনা দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

ফলে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা খনির প্রধান ফটক দিয়ে বিনা বাধায় চলাচল করতে পারছেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার ও খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ দেখা দেয়ায় খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম ২০২০ সালের ২৬ মার্চ খনি লকডাউন ঘোষণা করে।

এরফলে এক্সএমসি-সিএমসি অধিনে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক বেকায় হয়ে পড়ে। ঠিকাদারী প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতাও বন্ধ করে দেয়। এ অবস্থায় কাজে যোগদান ও বকেয়া বেতনভাতার দাবিতে খনি শ্রমিক ও আউটসোর্স কর্মচারীরা বিক্ষোভ সমাবেশে, সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনে যায়। পরে কঠোর বিধিনিষেধ আরোপ করে এক্সএমসি-সিএমসি পর্যায়ক্রমে ২০২০ সালের জুলাই-আগস্ট মাসে প্রায় সাড়ে চারমত শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদান করায়। তবে খনি কম্পাউন্ডের ভিতরে সার্বক্ষণিক এসব শ্রমিককে অবস্থান করতে হয়। খনি কর্তৃপক্ষে দায়িত্বহীনতায় এতদিন ধরে শ্রমিক-কর্মচারীরা অমানবিক জীবনযাপন করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App