×

জাতীয়

রওশনের সাক্ষাতে জিএম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

রওশনের সাক্ষাতে জিএম কাদের

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপনির্বাচন ও দলের আসন্ন ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে রওশনের গুলশানের বাসায় যান জিএম কাদের। সেখোনে তাদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠক শেষে নেতৃবৃন্দ একসঙ্গে দুপুরের খাবার খান।

জাতীয় পার্টির রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু এ তথ্য নিশ্চিত করে জানান।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়। দিনটি একসঙ্গে উদযাপনের প্রস্তাব নিয়ে আজ রওশন এরশাদের কাছে যান জিএম কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এসময় চলমান সব মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানান জিএম কাদের।

বৈঠকে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন ও আগামী ১ ফেব্রুয়ারি শূন্যঘোষিত সংসদীয় আসনগুলোতে উপনির্বাচনে একত্রে অংশ নেওয়ার বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App