×

আন্তর্জাতিক

এনজিওতে নারীদের নিষিদ্ধ করলো তালেবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:১৫ এএম

এনজিওতে নারীদের নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে এখন থেকে এনজিওতে কাজ করতে পারবেন নারীরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দেশটিতে তালেবান শাসকগোষ্ঠী এই নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আফগান অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। খবর রয়টার্সের।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলরহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের মধ্যে অনেকেই নারীদের জন্য প্রশাসনিক ব্যাখ্যা ইসলামি পোশাক বিধি মানেননি।

ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে তালেবানের সর্বশেষ পদক্ষেপ এটি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। এরপর বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে চাইলে দেননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App