‘মুগ্ধ নয়নে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আগের সংবাদ

টিএসসিতে সঞ্জিব উৎসব

পরের সংবাদ

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২২ , ১১:৫৮ অপরাহ্ণ

২৫ ডিসেম্বর ৫৮ পেরিয়ে ৫৯ বছরে পা রেখেছে বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে পথচলা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও ছিল এ আয়োজন।

চ্যানেল আইয়ের ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ সাজানো হয়েছিল বিটিভির জন্মদিনকে ঘিরে। অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী এম এ মান্নান। চ্যানেল আই’র এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই -এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই -এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন, বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।

বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ছিল সঙ্গীত পরিবেশনা। অতিথি আপ্যায়নে ছিল পিঠা-পুলির আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়