×

আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলমান নারী পাইলট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:১৪ পিএম

ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলমান নারী পাইলট

সানিয়া

ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলমান নারী পাইলট। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়েছেন তিনি। খবর এএনআই।

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা সানিয়া। তাঁর বাবা শাহীদ আলী কাজ করেন স্থানীয় টেলিভিশন মেরামতকারী হিসেবে।

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন। সানিয়া হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন।

সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, ‘ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদী। এরপর ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।’

সানিয়া উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে ১২তম হন। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App