×

আন্তর্জাতিক

চীনে ২০ দিনে করোনা আক্রান্ত সোয়া কোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:৪১ পিএম

চীনে করোনা বিধিনিষেধ শিথিলের ২০ দিনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সোয়া কোটি মানুষ। ফাঁসকৃত ‘সরকারি নথির’ উদ্ধৃতি দিয়ে এমন খবর জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিটি সঠিক বলে রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন চীনের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য কমিশনের বৈঠকে অংশ নেয়া কেউ এটি ফাঁস করেছেন। খবর আল জাজিরার।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ধারণা, বেইজিংয়ে বিধিনিষেধ তুলে নেয়ার ফলে করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ ও রাজধানী বেইজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা এখন করোনায় সংক্রমিত। তবে তারা কীভাবে এ ধারণায় এসেছে তা অস্পষ্ট। কারণ চীনের সরকার এই মাসের শুরুতে পিসিআর পরীক্ষার বুথগুলোর নেটওয়ার্ক বন্ধ করে দেয়।

চীনের সাধারণ মানুষ এখন সংক্রমণ শনাক্ত করতে ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ করছেন। এদিকে, উপসর্গবিহীন রোগীর দৈনিক সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App