ওবায়দুল কাদের ফের সম্পাদক হওয়ায় নোয়াখালীতে আনন্দ

আগের সংবাদ

চ্যানেল আই ভবনে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’র নামফলক উন্মোচন

পরের সংবাদ

শিল্পকলায় ‘রক্তকরবী’

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২ , ৮:৩৬ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২ , ৮:৩৬ অপরাহ্ণ

রবীন্দ্রনাথের অনবদ্য কীর্তি রক্তকরবী। পাঠকনন্দিত এই রবীন্দ্রকীর্তি নিয়ে ‘রক্তকরবী’ নাটক মঞ্চায়ন করেছে নাটকের শীর্ষস্থানীয় দল প্রাঙ্গণেমোর। এটি দলের ৪র্থ প্রযোজনা।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ।

যক্ষপুরী নামের এক জায়গায় মাটির নীচে যক্ষের ধন পোঁতা আছে। তার সন্ধান পেয়ে পাতালে সুড়ঙ্গ-খোদাই চলছে, এইজন্যেই লোকে আদর ক’রে একে যক্ষপুরী নাম দিয়েছে। এই নাটকে এখানকার সুড়ঙ্গ-খোদাইকরদের সঙ্গে যথাকালে আমাদের পরিচয় হবে। যক্ষপুরীর রাজার প্রকৃত নাম সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতের ঐক্য কেউ প্রত্যাশা করে না। এইটুকু জানি যে, এঁর একটি ডাকনাম আছে, মকররাজ। যথাসময়ে লোকমুখে এই নামকরণের কারণ বোঝা যাবে। রাজমহলের বাহির-দেয়ালে একটি জালের জানালা আছে। সেই জালের আড়াল থেকে মকররাজ তার ইচ্ছামত পরিমাণে মানুষের সঙ্গে দেখাশোনা করে থাকেন।

এই রাজ্যের যারা সর্দার তারা যোগ্য লোক এবং যাকে বলে বহুদর্শী। রাজার তারা অন্তরঙ্গ পর্ষদ। তাদের সতর্ক ব্যবস্থাগুণে খোদাইকরদের কাজের মধ্যে ফাঁক পড়তে পায় না এবং যক্ষপুরীর নিরন্তর উন্নতি হতে থাকে। এখানকার মোড়লরা এক সময়ে খোদাইকর ছিল, নিজগুণে তাদের পদবৃদ্ধি এবং উপাধি-লাভ ঘটেছে। কর্মনিষ্ঠতায় তারা অনেক বিষয়ে সর্দারদের ছাড়িয়ে যায়। যক্ষপুরীর বিধিবিধানকে যদি কবির ভাষায় পূর্ণচন্দ্র বলা যায় তবে তার কলঙ্ক- বিভাগের ভারটাই প্রধানত মোড়লদের উপরই পড়ে।

অন্যদিকে, জেলেদের জালে মাঝে মাঝে অখাদ্য জাতের জলচর জীব আটকা পড়ে। মাঝে মাঝে সেসব জলচর জাল ছিঁড়ে দিয়ে যায়। এই নাট্যের ঘটনাজালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা তেমনিভাবে এসে পড়ে। মকররাজ যে বেড়ার আড়ালে থাকেন সেইটেকে এই মেয়ে টিঁকতে দেয় না। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ, রুমা প্রমুখ।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়