ভারতকে ঢাকা টেস্টে ১৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টার্গেট দেয় বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ৮৭ রানের লিড নেয় ভারত। আর দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় দিন তৃতীয় সেশনে মধ্যাহ্ন ভোজনের বিরতির পর বাংলাদেশকে লিড এনে দিয়ে আউট হন জাকির হোসেন। এরপর মাঠে নামেন লিটন দাস ও নুরুল হাসান।
নুরুল হাসানের পর লিটনের সঙ্গে জুটিবদ্ধ হন তাসকিন আহমেদ। ৭৩ রান করে লিটন আউট হলে তাসকিনের সঙ্গে মাঠে নামেন খালেদ আহমেদ। কিন্তু পরে খালেদও রান আউট হয়ে যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪৫ রানের টার্গেটে মাঠে নেমে নুরুল হাসানের বলে আউট হন কেএল রাহুল। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ- ৩/১ (২*)। বোলিংয়ে আছেন- তামিম ইসলাম ও সাকিব আল হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।