অবশেষে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণি। শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই জানান। এর আগে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডান হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী পরী মণি জানান, ঘরে ঢুকতে গিয়ে অসাবধানতাবশত দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন নায়িকা। ছয়-সাত ঘণ্টা হাসপাতালে ছিলেন তারপর চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন। এ চোটের ফলে ডান হাত বিশ্রামে রাখতে হবে অন্তত মাসখানেক। এমনটাই চিকিৎসকের তরফে পরী মণির জন্য পরামর্শ। তবে ব্যান্ডেজের কারণে ডান হাতে খেতে পারছেন না এমনকি ছেলে রাজ্যকে কোলেও নিতে পারছেন না পরী মণি।
তিনি বলেন, ‘এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!’
ছবির কাজ নিয়ে পরী মণি জানান, যেহেতু ডাক্তারের পরামর্শে বাসায় থাকব সেহেতু আপাতত প্রচারণার কাজ বাসায় বসেই সারতে হবে। ছবি মুক্তির এখনও মাসখানেকের মতো সময় বাকি আছে ততদিনে সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী পরী মণি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।