×

আন্তর্জাতিক

পাক অধিকৃত কাশ্মিরে বিক্ষোভ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

পাক অধিকৃত কাশ্মিরে বিক্ষোভ শুরু

ছবি: সংগৃহীত

পাক অধিকৃত কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই গিলগিট-বালতিস্তানে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সেখানকার বাসিন্দারা এবার রাস্তায় নেমে পাকিস্তানবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের এই অংশের নাগরিকরা অভিযোগ করেছে, পাক বাহিনী তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।

চলতি সপ্তাহে রাজধানী গিলগিট ও আশেপাশের এলাকায় পাক আর্মি, বর্ডার গার্ড রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কর্পস বাহিনীর কনভয়কে ঘিরে বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। এরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তানি গণমাধ্যমের একাংশের মতে, গিলগিট-বাল্টিস্তানের ওই বিক্ষোভকারীদের অনেকেই সরাসরি ভারতের পক্ষে স্লোগান দিয়েছেন। কারাকোরাম পর্বত দ্বারা বেষ্টিত গিলগিট-বালতিস্তান ব্রিটিশ আমলে জম্মু ও কাশ্মীরের প্রধান রাজ্যের অংশ ছিল।

১৯৪৮ সালে জম্মু ও কাশ্মীর উপত্যকার কিছু অংশসহ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। কিন্তু গিলগিট-বালতিস্তানকে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের নিয়ন্ত্রণে না এনে ‘ফেডারলি অ্যাডমিনিস্টার্ড নর্দার্ন এরিয়া’ নামে সরাসরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হয়।

গিলগিট-বালতিস্তানের নাম পরিবর্তনের পর ২০০৯ সালে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে প্রথম স্থানীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ইসলামাবাদ কর্তৃপক্ষের এই উদ্যোগের বিরোধিতা করেছিলো নয়াদিল্লি।

২০১৮ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সেই দেশের সরকারকে প্রাদেশিক আইনসভাকে ভোটের অনুমতি দেয়ার জন্য ২০১৮ সালের প্রশাসনিক আইন সংশোধনের নির্দেশ দেয়। সেই আইনের সংশোধনের পরে প্রাদেশিক আইনসভা ২০২০ সালে ভোট দেয়।

কিন্তু গিলগিট-বালতিস্তানের বাসিন্দাদের একটি অংশ অধিকৃত কাশ্মীরে যোগ দেয়ার দাবি তুলেছিলো। এবার সেখানে সরাসরি পাকিস্তানবিরোধী গণবিক্ষোভ শুরু হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App