×

আন্তর্জাতিক

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৪ এএম

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনি ফুটবলার আহমেদ দারাঘমেহ

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষের ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি ফুটবলার মারা গেছেন। সংঘর্ষের এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। খবর রয়টার্সের।

নাবলুস শহরে ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণকালে গুরুতর আহত হন ২৩ বছর বয়সের ফুটবলার আহমেদ দারাঘমেহ। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। স্থানীয় বেশ কয়েকটি ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দারাঘমেহ পশ্চিম তীরের প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে ফুটবল খেলতেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় আরবি ওয়েবসাইট কুওরা এই মৌসুমে ৬ গোল করে সর্বোচ্চ স্কোরার হিসেবে তালিকাভুক্ত করেছিল।

গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণকারী হামাস জানায়, দারাঘমেহ তাদের সদস্য। তবে সংঘর্ষের সময় তিনি জড়িত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নাবলুসে যাওয়ার সময় ফিলিস্তিনিরা তাদের ওপর বিস্ফোরক নিক্ষেপ করে ও গুলি করে। গুলি ছুড়ে তারাও জবাব দেয়।

চলতি বছর অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৫০ ফিলিস্তিনি নিহত হয়। এ সময় ফিলিস্তিনিদের হামলায়ও ৩১ ইসরায়েলি নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App