টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আগের সংবাদ

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পরের সংবাদ

মেহেরপুরে মৌমাছির কামড়ে কৃষক নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ , ২:০৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২ , ২:০৯ অপরাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে লাউয়ের জমিতে কাজ করতে গিয়ে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন কৃষক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টার সময় এঘটনা ঘটে। আহতরা হলেন, আলী হোসেন (৫০), হায়াত আলী (৬৩)। আর নিহত মাসুদ রানা হায়দার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, আজ (শুক্রবার) সকালে হায়দার আলী তার ছেলে মাসুদ রানা সাহারবাটি কড়ইতলা মাঠে লাউয়ের জমিতে কাজ করতে যায়। এ সময় জমির পার্শ্বের একটি বটগাছে থাকা মৌচাকে হানা দেয় মাছি খাদক বাজপাখি।

বাজপাখির আক্রমণে মৌমাছির দল মাসুদ রানাকে কামড় দেয়। আহত হয় ছেলে মাসুদ রানা। চিৎকারে মাঠের অন্যান্যরা ছুটে আসলে মৌমাছির কামড়ে তিনজন আহত হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী।  আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৌমাছির কামড়ে আহত এবং নিহতের ঘটনায় এলাকায় মৌমাছির আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়