জ্যাকুলিনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিকেলের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

পিএসজিতে ফিরলেন নেইমার-এমবাপ্পে-মার্কিনিওস

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ

১৮ ডিসেম্বর বিশ্বকাপ শেষ হলেও এখনো এর ঘোর কাটেনি। এর মধ্যেই প্যারিস সেন্ট জ্যামাইকা (পিএসজি) ফিরেছেন নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডের বিশ্বকাপ আরও আগেই শেষ হয়েছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ১ (৪)-১ (২) গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। ‍বিশ্বকাপ জেতার স্বপ্ন থেকে বঞ্চিত হওয়ার সেই হতাশা দূর করে এবার পিএসজিতে ফিরলেন নেইমার। তার সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলীয় ডিফেন্ডার মার্কিনিওস। খবর মার্সার।

এরই মধ্যে ফাইনালের হার ভুলে পিএসজিতে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। আগামী ২৮ ডিসেম্বর রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে পিএসজি। তবে সেই ম্যাচে নেইমার-এমবাপ্পে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে লিওনেল মেসি কবে ফিরবেন সেটাও অনিশ্চিত।

বিশ্বকাপ ফাইনালে খেলা করা ফুটবলারদের কয়েকদিনের ছুটি দিয়েছে পিএসজি। এর মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও আছেন। মেসি এখন নিজ দেশে জাতীয় উৎসবের মধ্যমণি। আপাতত স্বপ্ন পূরণের এই আনন্দ পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। তিনি ফিরে এলেই পিএসজি পূর্ণতা পাবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়