×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ পিএম

মালয়েশিয়ায় ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩০

ছবি: এএফপি

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাতাং কালি ভূমিধসের স্থানে আরও চারজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নাদমা)। এতে ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মাটির সাত মিটার গভীর থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার রাত ১০টায় উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে উদ্ধারকারী দল। পরে বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার কাজ শুরু হয়।

এদিকে, ভূমিধসের ঘটনায় সপ্তম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। গত ১৬ ডিসেম্বর স্থানীয় সময় ভোরে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালির কাছে গোহটংয়ে ফাদারস অর্গানিক ফার্ম ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় সেখানে মাটির নিচে চাপা পড়েন অন্তত ৯৪ জন। এখন পর্যন্ত তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App