×

আন্তর্জাতিক

বরখাস্ত হলেন রমিজ রাজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

বরখাস্ত হলেন রমিজ রাজা

রমিজ রাজা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে গো-হারা হেরেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের একটিতেও জয় পায়নি দলটি। এমন হার মেনে নেওয়ার মতো নয়।

দলের শোচনীয় পরাজয়ে বরখাস্ত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজাকে। খবর ইএসপিএনের।

রমিজ রাজার জায়গায় নাজাম শেঠিকে বসানো হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফই চাচ্ছেন রমিজের আসনে শেঠিকে রাখতে। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতিটানার পর ধারাভাষ্যে নাম লেখান রমিজ রাজা।

এর পর গত বছরের সেপ্টেম্বরে তাকে পিসিবির প্রধান করা হয়। তার অধীনে শুরুর দিকে সাফল্য পায় পাকিস্তান ক্রিকেট। কিন্তু ইমরান খান ক্ষমতা হারানোর পর রমিজকে বরখাস্ত করা নিয়ে শোনা যায় গুঞ্জন। তবে দেরিতে হলেও এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

নতুন দায়িত্ব পেতে যাওয়া নাজাম শেঠি আগেও পিসিবির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সাল অবধি একবার, এর পর ২০১৭ থেকে ২০১৮ সাল অবধি আরেকবার দেশটির ক্রিকেটের কর্তার দায়িত্ব পালন করেন তিনি। এবার তৃতীয় দফায় তার কাঁধে এই বড় দায়িত্বটা অর্পণ করতে যাচ্ছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App