×

সারাদেশ

ঘরে ফিরলো সেই আট বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

ঘরে ফিরলো সেই আট বাংলাদেশি

ছবি: সংগৃহীত

অপহরণের চার দিন পর আট শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহরণকারীদের নির্যাতনে অনেকেই আহত হয়েছেন। তাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে অপহরণকারীদের বন্দিশালা থেকে ছাড়া পান তারা। রাত ৩টায় অপহৃতরা টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর ভোর ৪ টায় তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় নেওয়া হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘অপহরণ হওয়ার পর থেকে আমরা কয়েকটি পাহাড়ে ড্রোন উড়িয়ে অপহরণকারীদের শনাক্তসহ উদ্ধারে চিরুনি অভিযান চালিয়েছি। আমাদের চাপে পড়ে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা ফেরত আসা অপহৃতদের চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করছি। এর পেছনে যারাই জড়িত থাকুক কেউ রেহাই পাবে না।’

ফেরত আসা অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার বাসিন্দা রশিদ আহামদের ছেলে মোহাম্মদ উল্লাহ, একই এলাকার ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে করিম উল্লাহ, কাদের হোসনের ছেলে নুরুল হক ও নুর মোহাম্মদ এবং রশিদ আহমদের ছেলে আবছার।

বৃহস্পতিবার সকালে টেকনাফ থানা প্রাঙ্গণে একজন অপহৃতের ভাই মো. উল্লাহ বলেন, ‘অপহরণকারীরা চারদিন পর আমার ভাইসহ আটজনকে ছেড়ে দিয়েছে। রাত ৩টায় আমরা তাদের জাহাজপুরা বনিছড়া খাল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। তাদের সবাইকে নির্মমভাবে মারধর করেছে অপহরণকারীরা। আর একদিন হলে হয়তো আমার ভাই মারা যেত। আমার ভাইসহ সবাইকে থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App