×

আন্তর্জাতিক

ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেন কখনো একা হবে না, ইউক্রেনের সঙ্গে আমরা আছি বলে রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাইডেন। খবর এএফপির।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনো বিদেশ সফরে যান।

স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে এবং আমরা আপনার সঙ্গে থাকবো- যতদিন লাগবে।’

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু অনুপ্রাণিত করছে না, যেভাবে তারা তাদের সাহস, পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া এবং ভবিষ্যতের জন্য সংকল্পকে বেছে নিয়েছে, পুরো বিশ্বকেই সেটি অনুপ্রাণিত করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App