সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী
মীরজাফরের গোষ্ঠী এখনো দেশে আছে। যারা মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেয় না। তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমন মন্তব্য করে বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে তাদের মূল্যায়ন করছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধের সময় বর্ডার এলাকাতে থাকা শহীদ মুক্তিযোদ্ধাদের কবর চিহ্নিত করে দেশে নিয়ে আসার কথাও জানান তিনি। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধারা সরকারের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম মুক্তিযোদ্ধাদের জন্য উত্তর সিটি আরো সম্মানিত করতে যা যা করতে হয় তা করবে বলে জানান তিনি। ঢাকা শহরের প্রতিটি রাস্তা বীর মুক্তিযোদ্ধাদের নামে করার কথাও জানান মেয়র।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।