বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

আগের সংবাদ

প্রোগ্রামে না যাওয়ায় ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

পরের সংবাদ

ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ , ১২:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২২, ২০২২ , ৩:৪৯ অপরাহ্ণ

ইউক্রেন কখনো একা হবে না, ইউক্রেনের সঙ্গে আমরা আছি বলে রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাইডেন। খবর এএফপির।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনো বিদেশ সফরে যান।

স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে এবং আমরা আপনার সঙ্গে থাকবো- যতদিন লাগবে।’

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু অনুপ্রাণিত করছে না, যেভাবে তারা তাদের সাহস, পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া এবং ভবিষ্যতের জন্য সংকল্পকে বেছে নিয়েছে, পুরো বিশ্বকেই সেটি অনুপ্রাণিত করবে।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়