×

জাতীয়

সেরা করদাতা মেয়র ও অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

সেরা করদাতা মেয়র ও অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। যাদের মধ্যে আইনজীবী ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। গত বছরও আইনজীবী শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন মেয়র তাপস । তবে এ বছর এ তালিকায় যুক্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। আইনজীবী শ্রেণিতে এ বছর মোট পাঁচজন সেরা করদাতা নির্বাচিত হন। শেখ ফজলে নূর তাপস ও আমিন উদ্দিন ছাড়া অপর তিন আইনজীবী হলেন—আহসানুল করিম, তৌফিকা আফতাব ও নিহাদ কবির। এর মধ্যে নিহাদ কবির ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি। তালিকা অনুযায়ী, সেরা করদাতা পাঁচ আইনজীবীর মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। সেরা করদাতা নির্বাচিত পাঁচজন আইনজীবীই ঢাকা কর অঞ্চল-৮-এর করদাতা। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য ‘আইনজীবী’ শ্রেণিতে ৫ জন আইনজীবীসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App