×

জাতীয়

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও তার স্ত্রীর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও তার স্ত্রীর কারাদণ্ড

ছবি : ভোরের কাগজ

দুর্নীতির মামলায় শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী জাকির হোসেন মল্লিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় তার স্ত্রী শাহনাজ হোসেনকে পৃথক দুই ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এদিকে জাকির হোসেনকে কারাদেণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শাহনাজকে এক ধারায় এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আরেক ধারায় তিন বছর কারাদণ্ড, ১৫ লাখ ২৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা তিন বছর কারাভোগ করতে হবে বলে জানান দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ অভিযোগে দুদকের সহকারি পরিচালক আ. গালাম আলী মোল্লা ২০১৭ সালের ১৮ অক্টোবর রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০২০ সালের ৮ নভেম্বর দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় বলা হয়, জাকির হোসেনের সহায়তায় স্ত্রী শাহনাজ হোসেন ১৫ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৪২ হাজার ৩৫৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App