×

জাতীয়

জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান

ছবি: ভোরের কাগজ

জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান
জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান
জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান
জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের অবস্থান
অনশনের ২০০ তম দিনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা পুলিশের বাধায় রাজধানী শাহবাগ চত্বর থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করেছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে তারা জাদুঘরের সামনে অবস্থান নেন। আজ সকাল সাড়ে দশটার দিকে তারা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা হন। শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সাড়ে ১২ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন। এতে দুই পাশের গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকেলে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। কয়েকজন পুলিশের পিটুনিতে আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা হলেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাব্বির শেখ, শারমিন জাহান, গুলরুখ মনি, আনজিরা খাতুন, রাজিয়া সুলতানা রথি, শরিফুল ইসলাম। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের একজন জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করলে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের অনেকের জামা ছিঁড়ে দেয়া হয়েছে। পুলিশের পিটুনিতে এমন ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন, আমাদের দাবি যার যার সনদ রয়েছে তাদের চাকরি দেয়া হোক। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। গত ৫ জুন থেকে শাহবাগ সুফিয়া কামাল গণগ্রন্থাগারের সামনে কোটাবিহীন নীতিমালায় প্যানেলে নিয়োগের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গণঅনশন করে আসছিলেন। তারা বলেন, এনটিআরসিএ নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে সুপারিশ করছে কিন্তু পূর্বে যারা এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশী শিক্ষক আছেন, তারা নিয়োগ বঞ্চিত থেকে গেছেন। তাদেরকে চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না। বয়স না থাকার কারণে তারা অন্যত্র আবেদনও করতে পারছেন না। অন্যদিকে এনটিআরসিএ’র চেয়ারম্যানের ড্রাইভার ৬ লাখ টাকায় সুপারিশ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছিলেন। আজকে তারা কিছু সময় শাহবাগ অবরোধ করে রাখে। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App