×

খেলা

ফরাসি ৩ ফুটবলার বর্ণবাদের শিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১২:০৬ পিএম

ফরাসি ৩ ফুটবলার বর্ণবাদের শিকার

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। এরপর থেকে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন ফরাসি খেলোয়াড়রা। শিরোপা খোয়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ফ্রান্সের কিংসলে ক্যোমান, অউরিলিয়ে চুয়েমিনি ও রান্ডাল কোলো মুয়ানি।

এর আগে গত ইউরোর ফাইনালে টাইব্রেকারে গোল মিস করার পর বর্ণবাদের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ড, বুকায়ো সাকা ও জেডন সাঞ্চো। কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তাতে ভেঙে যায় ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন। ফ্রান্সের হয়ে স্পটকিক মিস করেন কিংসলে ক্যোমান ও অউরিলিয়ে চুয়েমিনি। এর আগে অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি কোলো মুয়ানি। শিরোপা খোয়ানোর পর ফরাসি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের এই তিন তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন তারা।

তবে মেটার এক মুখপাত্র জানান, তারা ইনস্টাগ্রামে বর্ণবাদী মন্তব্যকে প্রশ্রয় দেন না। তাদের আইন ভাঙার কারণে সেসব মন্তব্য ও বার্তা সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘আমরাও অগ্রাধিকারের ভিত্তিতে মানুষকে এসব অনাকাক্সিক্ষত গালাগালির হাত থেকে রক্ষা করতে চাই। এটা এমন একটা ফিচার যা আক্রমণাত্মক মন্তব্য ও বার্তাকে ফিল্টার করবে। যারা আপনাকে অনুসরণ করেন না বা স¤প্রতি অনুসরণ শুরু করেছে, তাদের থেকে মন্তব্য ও বার্তা গোপন করবে।’ তিনি যোগ করেন, ‘রবিবারের ফাইনালের পর থেকেই আমরা এই খেলোয়াড় ও তাদের দলের সঙ্গে সরাসরি যুক্ত আছি, তাদের সমর্থন করছি এবং এসব টুলস চালু করতে সাহায্য করছি।’

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়েমিনি ইনস্টাগ্রামে তার পোস্টের মন্তব্য সীমিত করে রেখেছেন। ফ্রাঙ্কফুর্টের কোলো মুয়ানি মন্তব্য করার সুযোগই বন্ধ করে দিয়েছেন। তবে বায়ার্ন মিউনিখের ক্যোমান এখনো চালু রেখেছেন মন্তব্য করার সুযোগ। ক্যোমানকে সমর্থন জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ। সে বিবৃতিতে তারা লিখেছে, ‘এফসি বায়ার্ন ক্যোমানের প্রতি করা বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। এফসি বায়ার্ন পরিবার তোমার পাশে আছে, কিং। আমাদের খেলায় কিংবা আমাদের সমাজে বর্ণবাদের কোনো জায়গা নেই।’

এদিকে বিশ্ব সেরার মুকুট ধরে রাখার স্বপ্ন ভাঙার দায় মাথা পেতে নিয়ে ফরাসি মিডফিল্ডার চুয়েমিনি ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের টুইট, ‘হারের তিক্ততা ও হতাশা হজম হতে সময় লাগবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দায়ভার আমি নিচ্ছি। পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি। সবার প্রথমে আমি ক্ষমা চাচ্ছি।’ তিনি আরো যোগ করেন, ‘আমি নিশ্চিত, ফ্রান্সের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশেষ করে, যদি আমরা আপনাদের ওপর ভরসা রাখতে পারি।’

বিশ্বকাপে নিজের অভিষেক আসরে দারুণ পারফরমেন্স করেছেন ২২ বছর বয়সি চুয়েমেনি। মাঝমাঠে পল পগবার অনুপস্থিতি প্রায় বুঝতেই দেননি এই তরুণ। আক্রমণে সুর বেঁধে দেয়ার পাশাপাশি রক্ষণেও রেখেছেন অবদান। গোল করার সামর্থ্যরে প্রমাণও দিয়েছেন চুয়ামেনি। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার ২৫ গজ দূর থেকে করা গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। পরে ম্যাচটি তারা জেতে ২-১ ব্যবধানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App