×

সারাদেশ

সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বিজিবি দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ পিএম

সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বিজিবি দিবস পালিত

মঙ্গলবার সুনামগঞ্জে কেক কেটে বিজিবি দিবস পালন করা হয়। ছবি : ভোরের কাগজ

বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ফলে সীমান্ত এলাকায় নারী শিশু পাচার, মাদক চোরাচালান অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত অপরাধ অনেকটাই কমে এসেছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ বিজিবির সহযোগিতায় এগিয়ে আসলে বিজিবির আরও বেশি সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এসব কথা বলেন।

আলোচনা সভার আগে কেক কেটে দিবসটির সূচনা করা হয়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সৌজন্যে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

বিজিবি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুকন উদ্দিন কবির , সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মমিনুল হক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহানা বেগম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল মজিদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App