×

খেলা

রেকর্ড প্রাইজমানি পাচ্ছে আর্জেন্টিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০১:০২ পিএম

রেকর্ড প্রাইজমানি পাচ্ছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে অনেক আশা নিয়ে কাতারে খেলতে গিয়ে ছিল আর্জেন্টিনা। অবশেষে মরুর বুকে সব বাধা অতিক্রম করে বিশ্বকাপ ঘরে তুলেছেন লিওনেল মেসিরা। তারা ৩৬ বছর পর শিরোপার স্বাদ পেল। এখানেই তাদের প্রাপ্তি শেষ নয়। এবার কাতারে বিশ্বকাপ জিতে রেকর্ড প্রাইজমানি পাচ্ছে আজেন্টিনা। শুধু চ্যাম্পিয়নরাই নয়, রানার্সআপ দলও পাবে অনেক অর্থ। তবে আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৯ কোটি টাকা। এছাড়া লুসাইল স্টেডিয়াম এবার আর্জেন্টিনার হোমভেন্যুতে পরিণত হয়েছিল। নিজেদের সাত ম্যাচের মধ্যে চারটিই এখানে খেলেছেন মেসি-ডি মারিয়ারা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে লুসাইলকে স্মরণীয় করে রাখে আলবিসেলেস্তেরা। এবার পুরো বিশ্বকাপজুড়ে ছিল মেসির দাপুটে পদচারণা। এমনকি ফাইনালেও রেখেছেন দুর্দান্ত ছাপ, করেছেন জোড়া গোল। ৭ গোল ও তিন অ্যাসিস্টে গোল্ডেন বুটটা জিততে পারেননি মেসি। তবে বিশ্বকাপ ট্রফিটা দিয়ে ফুটবল শোধ করল তার ঋণ। সেই সঙ্গে মেসি-ডি মারিয়ারা লুফেনিল রেকর্ড প্রাইজমানি। এর আগে ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জিতে প্রাইজমানি পেয়েছিল আর্জেন্টিনার চেয়ে ৪ মিলিয়ন কম, ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবার কিলিয়ান এমবাপ্পেরা রানারআপ হয়েছে। তাই ফান্স আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৩ কোটি টাকা। এবার বিশ্বকাপে তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। এই দল পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)। এদিকে কাতারে কায়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪টি দল পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৭ কোটি টাকা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। এই কারণে তারা প্রাইজমানি হিসেবে পাচ্ছেন ১৭ মিলিয়ন ডলার। আর নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড প্রত্যেকে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারাও ১৭ মিলিয়ন ডলার করে পাবে। তাছাড়া শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দল ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা) পাবে। শেষ ষোলতে খেলা দলগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। আর গ্রুপপর্ব থেকে বাদপড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে (প্রায় ৯৪ কোটি টাকা)। এখানে তিন ম্যাচে জেতা কিংবা হারা সব দলই পাবে সমান অর্থ। স্বাগতিক কাতার ছাড়াও এই তালিকায় আছে ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App