×

জাতীয়

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন আরিফ মজুমদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন আরিফ মজুমদার

ছবি: ভোরের কাগজ

‘দুই জীবনের দহন’ উপন্যাসের জন্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২ পেয়েছেন লেখক ও সাংবাদিক আরিফ মজুমদার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাত থেকে লেখক সম্মাননা গ্রহণ করেন আরিফ মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসির লেখক সম্মাননা-২০২২ এর উপদেষ্টা সম্পাদক মামুন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গল্প/উপন্যাস, কবিতা, ইতিহাস/গবেষণা, অনুবাদ, শিশুসাহিত্য, ভ্রমণ/বিজ্ঞান ক্যাটাগরিতে লেখক সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, আরিফ মজুমদারের ‘দুই জীবনের দহন’ উপন্যাসটি গত বইমেলায় প্রকাশিত হয়েছে। রকমারি থেকে উপন্যাসটি সংগ্রহ করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App