×

খেলা

ফিফা র‌্যাংকিংয়ে এবারও শীর্ষে ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ এএম

ফিফা র‌্যাংকিংয়ে এবারও শীর্ষে ব্রাজিল

ছবি: রয়টার্সের

বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবু চলতি মাসে ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠতে পারেননি লিওনেল মেসিরা। তাদের পেছনে ফেলে প্রথম স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। খবর-ইএসপিএনের

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে টপকে এক নম্বরে পৌঁছে যায় ব্রাজিল। এরপর থেকেই সেই সিংহাসনে বজায় রেখেছেন নেইমাররা।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিলেও তাতে নড়চড় ঘটেনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৩টিতে জিতেছে তারা। আর দুটিতে হেরেছে। তন্মধ্যে মূল সময়ে ক্যামেরুনের কাছে পরাজিত হয়েছে সেলেকাওরা। এছাড়া পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ২০২২ আসরে ৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১টিতে হারের তিক্ত স্বাদ নিয়েছে তারা। আর ৬টিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। তন্মধ্যে মূল সময়ে ৪টিতে জিতেছে তারা। আর ২টিতে টাইব্রেকারে।

মূলত পেনাল্টি শুটআউটে ২ ম্যাচ জেতায় ফিফা র‌্যাংকিংয়ে শিখরে উঠতে পারেননি মেসিরা। সুপার সানডে’তে (১৮ ডিসেম্বর) ফাইনালি লড়াইয়ে ফ্রান্সকে ১২০ মিনিটের মধ্যে হারাতে পারলেই চলতি মাসে ফিফা র‌্যাংকিংয়ে ফার্স্ট হতেন তারা।

নতুন ফিফা র‌্যাংকিং

১. ব্রাজিল ২. আর্জেন্টিনা ৩. ফ্রান্স ৪. বেলজিয়াম ৫. ইংল্যান্ড ৬. নেদারল্যান্ডস ৭. ক্রোয়েশিয়া ৮. ইতালি ৯. পর্তুগাল ১০. স্পেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App