×

জাতীয়

রাজধানীর বাংলামোটরে বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০৯ পিএম

রাজধানীর বাংলামোটরে বাসে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে সেন্টমার্টিন সি-ভিউ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন বৈদ্যুতিক তারের মাধ্যমে পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বাংলামোটরে মমতাজ ম্যানশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেন্টমার্টিন সি ভিউ নামের ঐ বাসটি বাংলামোটর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বাসচালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। আগুন লাগার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালকের বুদ্ধিমত্তার ফলেই যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে সেই বাসচালকের নাম-পরিচয় জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন মমতাজ ম্যানশনের সামনের অংশে ছড়িয়ে পড়ার পর আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App