×

আন্তর্জাতিক

ফিফায় প্রত্যাখ্যাত জেলেনস্কি ফাইনাল শেষে যা বললেন 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

ফিফায় প্রত্যাখ্যাত জেলেনস্কি ফাইনাল শেষে যা বললেন 

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ভিডিওবার্তায় বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে ফিফার কাছে প্রস্তাব করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপ ফাইনাল শেষে জেলেনস্কি ওই বিষয়ে বললেন, শান্তির বার্তা প্রচারে ফিফা অনুমতি না দিলেও পুরো বিশ্বে ইতোমধ্যে এ বার্তা পৌঁছে গেছে। খবর ইন্ডিয়া টুডের।

গতকাল রাতে ইউক্রেনবাসীর উদ্দেশ্যে ভিডিওবার্তায় দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পূর্বে বিশ্বজুড়ে শান্তির বাণী প্রচারের অনুমতি দেয়নি ফিফা। তবু বিশ্ববাসী আমাদের আবেদন শুনেছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ করছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে ৯ বার ক্ষেপণাস্ত্র হামলা করেছে পুতিন বাহিনী, এমন দাবি ইউক্রেনের। অন্যদিকে রাশিয়াকে ঠেকাতে সদাপ্রস্তুত ইউক্রেনের সেনারাও। পশ্চিমা সহায়তায় অস্ত্র আর গোলাবারুদ নিয়ে মাঠে থাকছেন ইউক্রেনীয় সেনারা। যুদ্ধে প্রায় এক বছর হতে চললেও কোনো পক্ষ থেকেই থামার ইঙ্গিত নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App