বলিউড বাদশা শাহরুখ খান বলেছেন, পাঠান যেদিন মুক্তি পাচ্ছে, সেদিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ হলো- আগে বিয়ে করেন পরে হানিমুনে ‘পাঠান’ সিনেমা দেখেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ ডিসেম্বর) অভিনেতা টুইটারে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন খুলেন। আর সেখানেই তিনি তার ভক্তদের করা সব প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
এক ভক্ত কিং খানকে বলেন, ‘স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি দিবেন? তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।’
তবে ভক্ত অনুরোধ করলেও বাদশা কিন্তু ছবি মুক্তির দিন পেছানোর ইচ্ছে নেই। তিনি বললেন, এক কাজ কর, তুমিই বরং ২৬ জানুয়ারি বিয়েটা করে ফেল। তাছাড়া ওই দিন তো ছুটিও আছে!
আরেক ভক্ত লেখেন- ২৬ তারিখ বিয়ে ঠিক হয়ে গেছে। কী করব? এর উত্তরে শাহরুখ বলেন, আগে বিয়ে করে নে, হানিমুনে গিয়ে ছবি দেখিস!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।