×

খেলা

সর্বোচ্চ ম্যাচের রেকর্ড গড়লেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পিএম

সর্বোচ্চ ম্যাচের রেকর্ড গড়লেন মেসি

গোল করেও ছুঁয়ে ফেললেন পেলের রেকর্ড

কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে লিওনেল মেসি সাতটি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমেই গড়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। সেই সঙ্গে গড়েছেন আরও কয়েকটি রেকর্ড।

বিশ্বকাপে জার্মানির লোথার ম্যাথাউসের সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড ছিল। সেমিফাইনালেই ম্যাথাউসকে ছুঁয়ে ফেলা মেসি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার পরই তার নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই শুধু নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় (মিনিট) খেলার রেকর্ডও চলে আসলো তার দখলে। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছিলেন। এ ম্যাচে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির রেকর্ড পার হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।

ফাইনালে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। পেনাল্টি থেকে গোল করার পর মেসিরও গোল সংখ্যা দাঁড়ায় ১২টিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App