×

খেলা

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে ফ্রান্স-আর্জেন্টিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে ফ্রান্স-আর্জেন্টিনা

ছবি: রয়টার্সের

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে ফ্রান্স-আর্জেন্টিনা

আজকের এই দিনটির জন্য গোটা দুনিয়া চাতক পাখির মতো করেছে অপেক্ষা। চার বছর পর শুরু হলো বিশ্বকাপ ফুটবলের বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মহারণ। ২২তম বিশ্বকাপ ফুটবলের শিরোপানির্ধারণী ম্যাচে দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স-আর্জেন্টিনা নেমেছে মাঠে।

বহুল আলোচিত এ মহারণে মুখোমুখি হয়েছেন বিশ্ব ফুটবলের দুই তারকা ফুটবলার সুপারস্টার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মাঠে গড়িয়েছে ফুটবল দুনিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ধ্রুপদী ম্যাচটি।

সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), জিটিভি ও টি স্পোর্টস চ্যানেল। অনলাইনে https://toffeelive.com/home ফাইনালের এই মহারণ দেখা যাচ্ছে।

২০১৪ সালের পর আরেকবার বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা। এবারও সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে ভর করে চূড়ান্ত লড়াইয়ের টিকিট কেটেছে আলবিসেলেস্তারা। আট বছর আগের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বেদনায় পুড়তে হয়েছিল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার দেশকে।

ফাইনালে ফ্রান্স তাদের কঠিন পরীক্ষা নেবে এটা নিশ্চিত। ফরাসি এমবাপ্পের গতি রুখতে হবে। গ্রিজম্যানের মাঝমাঠের দক্ষতা সামলাতে হবে। সঙ্গে ফ্রান্স খেলোয়াড়দের উচ্চতার বিরুদ্ধেও খেলতে হবে।

দলটির স্ট্রাইকার অলিভার জিরু ও থুরাম ছয় ফিটের ওপরে লম্বা। মিডফিল্ডার র‌্যাবিওট ও চুয়ামেনি দীর্ঘদেহি। রক্ষণে ভারানে, কোনাতে কিংবা ডায়ট ওপরের বলে কর্তৃত্ব করেছেন। এমনকি ফ্রান্স ফাইনাল পর্যন্ত এসেছে হেডে গোল করে।

দলটির স্ট্রাইকার জিরু চার গোলের তিনটি করেছেন হেড থেকে। মিডফিল্ডার র‌্যাবিওট হেডে গোল পেয়েছেন। কিলিয়ান এমবাপ্পে মাথা দিয়ে গোল করেছেন। ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে একই সুবিধা নিতে চাইবে তারা।

শিরোপা জিততে তাই আর্জেন্টিনার খেলোয়াড়দের ঠেকাতে হবে লেস ব্লুজদের মাথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App