×

আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১১:০৯ এএম

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পুরনো ছবি

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রবিবার (১৮ ডিসেম্বর) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ওই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর অভূতপূর্ব সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

এর ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে বলে জানিয়েছেন জাপানের সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ৫৫০ কিলোমিটার (৩৪২ মাইল) উচ্চতায় উড্ডয়ন করে এবং ২৫০ কিলোমিটার পরিসীমা কভার করে। ইনো বলেন, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App