×

আন্তর্জাতিক

ইমরান খানের হুমকিতে ‘সংকটে’ পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০২:৪৪ পিএম

ইমরান খানের হুমকিতে ‘সংকটে’ পাকিস্তান

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগেই নির্বাচন না হলে দুইটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি এবার ‘চরম পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছেন।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ ডিসেম্বর) একটি ভিডিও বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান বলেন, দেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের অভাবে পাকিস্তান ক্রমেই ডুবে যাচ্ছে। এখন পর্যন্ত দেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন হয়নি। দেশ ডুবে যাওয়ায় আমরা সবাই ভীত।

তিনি আরও বলেন, যে ২৩ ডিসেম্বর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক বিধানসভা ভেঙে দেওয়া হবে। ইমরান যখন এই ঘোষণা করছিলেন, তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান তার দুইপাশে বসে ছিলেন।

ইমরান খানের দাবি, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) জোট সরকার পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে চায় না। পিটিআই প্রধান জানান, জনগণ ভোটে তাদের সঠিক জবাব দেবে। ইমরান যিনি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান, তার অপসারণের জন্য এর আগে সেনাবাহিনী ও একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দায়ী করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App