৩০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের গণমিছিল, সমাবেশ

আগের সংবাদ

ইলনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতিসংঘ-ইইউয়ের

পরের সংবাদ

আর্জেন্টিনার ট্রাম্পকার্ড আলভারেজ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২ , ৯:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২২ , ৯:৩৭ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সেরা আবিস্কার হলেন হুলিয়ান আলভারেজ। রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আলভারেজ এতদিন ছিলেন লাইমলাইটের বাইরে। এবার আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও কোচ স্কালোনির পরিকল্পনায় ছিলেন না সেভাবে। যে কারণে শুরুতে লাওতারো মার্টিনেজকে রাখতেন আর্জেন্টিনার কোচ। তবে তার মিসের মহড়ায় সুযোগ পেয়ে যান আলভারেজ। তাতেই বাজিমাত!

এবার মাঠে যতক্ষণ ছিলেন আলভারেজ, ততক্ষণ প্রতিপক্ষ রক্ষণে ভয় ধরিয়েছেন। সব মিলিয়ে চার গোলও করে ফেলেছেন তিনি। এমন একজনকে পেয়ে আকাশি-সাদাদেরও আশা বেড়ে গেল। ফাইনালে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজের বোঝাপড়াটা মিললে ফ্রান্সকে টপকানোর কাজটা হয়তো সহজ হয়ে যাবে আর্জেন্টিনার জন্য। স্কালোনির কাছে ফাইনালে আলভারেজই হবেন ট্রাম্পকার্ড।

যদি শুরুর একাদশে হুলিয়ান আলভারেজ থাকেন, তাহলে ফ্রান্সের নজর কিন্তু মেসির সঙ্গে তার ওপরও থাকবে। তবে স্কালোনি আক্রমণভাগ নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। পুরোপুরি সুস্থ হওয়া ডি মারিয়াকেও নামিয়ে দিতে পারেন শুরুতে। সে ক্ষেত্রে ত্রিমুখী আক্রমণ শানাতে পারবে আর্জেন্টিনা। তবু তিনজনের মধ্যে চমক হতে পারেন আলভারেজই।

অন্যদিকে, আর্জেন্টিনার ফ্রান্স সর্বদা গতিময় ফুটবল খেলে থাকে। দেশমের ছকও সেভাবে সাজানো থাকে। যার মূল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। যেখানে আলভারেজও কম যাবেন না। তিনিও পারেন দৌড়াতে। এখন পর্যন্ত তার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২.৪০ কিলোমিটার। যেখানে এমবাপ্পে খানিকটা এগিয়ে।

তবে ডি মারিয়া আর আলভারেজ দু’জনই কাছাকাছি গতির খেলোয়াড় হওয়ায় ফ্রান্সের ডিফেন্স লাইনে ব্রেক করার সুযোগটা থাকবে যে কারও। আর পাশ থেকে চাপ তৈরি করবেন মেসি। সব মিলিয়ে তাদের মধ্যে ঝলক দেখিয়ে ফ্রান্সকে বোকা বনে বানাতে পারেন আলভারেজ!

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়