×

খেলা

১-১ গোলে সমতায় মরক্কো-ক্রোয়েশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

১-১ গোলে সমতায় মরক্কো-ক্রোয়েশিয়া

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১-১ গোলে সমতায় মরক্কো-ক্রোয়েশিয়া। শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি।

গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। যেখানে তারা নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল। অন্যদিকে আফ্রিকার দেশ মরক্কো এবারই প্রথম সেমিফাইনালের গণ্ডি পার করেছে। ফলে তাদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে।

এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। যেখানে ১৯৬৬ সালে প্রথমবারের দেখায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রোয়াটরা। আর শেষ ম্যাচটি হয়েছিল চলমান বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ক্রোয়েশিয়া একাদশ

ডোমিনিক লিভাকোভিক, জোসিপ সুটালো, জসকো জিভার্ডিওল, জোসিপ স্টানিসিক, মাতেও কোভাসিচ, লোভরো মাজের, লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, মিস্লাভ ওরসিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো লিভাজা।

মরক্কো একাদশ

ইয়াসিন বোনো, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারি, ইয়াহইয়া আতিয়াত-আল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ানে আম্রাবাত, বিলাল এল কান্নাউস, আবদেল হামিদ সাবিরি, ইউসেফ এন-নেসিরি, সোফিয়ানে বউফাল, হাকিম জিয়েচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App