×

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টার সময় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ঠাণ্ডা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বাড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে জেলায়। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। এক দিনের ব্যবধানে হ্রাস পেয়েছে দুই ডিগ্রি তাপমাত্রা। গতকালও (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App