×

সারাদেশ

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বিজয় মেলার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১২:০৯ পিএম

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বিজয় মেলার উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

রাঙামাটির কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া ১৬ দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ৫৬ ইবি কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল মো. নুর উল্লাহ জুয়েল (পিএসসি)

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টায় উপজেলা ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন তিনি। আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলানর মোট ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় কাপ্তাই উপজেলা (আওয়ামী লীগ) সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানা ইনচার্জ মো. জসিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধাগণ।

এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে ও মনে-প্রাণে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে সে উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে নতুন প্রজন্ম।

এরপর শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাঙ্গামাটির সুশ্মিতা, পলি শারমিন ও রাজিব মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এ মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য উক্ত মেলায় হাউজি, রিং, লাকী কুপন, চরকি, নাগরদোলা সার্কাস, নাচসহ বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পাহাড়ি পণ্য সামগ্রী ও খাবার বিক্রয়ের জন্য স্টল দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App