নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ফিফটিতে প্রথম সেশনে ভারতকে বেকায়দায় ফেলেছে বাংলাদেশ। এই সেশনে ভারতীয় বোলাররা বাংলাদেশের কোনো উইকেট তুলে নিতে পারেনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১১৯ রান।
ইতোমধ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী উপহার দিয়েছেন শান্ত-জাকির। আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান। দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে।
বাংলাদেশ ইনিংসের ৪০তম ওভারে ১০১ বলের মাথায় অক্ষর প্যাটেলের বল সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম অর্ধ-শতকের দেখা পান জাকির।
প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। সেই ধাক্কায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। তবে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করছেন শান্ত।
বাংলাদেশ দলের দলীয় রান এই মুহূর্তে ১১৯। জয়ের জন্য প্রয়োজন এখনো ৩৯৪ রান, হাতে আছে দশ উইকেট। জাকির রয়েছেন ৫৫ রানে অপরাজিত এবং শান্ত ৬৪ রানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।