পেরুর সাবেক প্রেসিডেন্টের দেড় বছরের কারাদণ্ড

আগের সংবাদ

বিষাক্ত মদে ভারতে ৬৫ জনের মৃত্যু

পরের সংবাদ

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা করার দাবি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২ , ১:০৪ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২২ , ১:০৭ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় চালুর অপেক্ষায় থাকা দেশের একমাত্র মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এতে ৫০ ভাগ ভাড়া কমিয়ে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া করার দাবি জানানো হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নগরবিদ মোহাম্মদ এমদাদুল হক, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুক হক, শরীফুজ্জামান শরীফ, তাওহিদুল হক, এম মনিরুল হক।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মেট্রোরেলের ভাড়া না কমালে সবাই এই সেবা থেকে বঞ্চিত হবে, এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই প্রকল্পে ব্যয় ও ভাড়া দুটোই বেশি। এ জন্য জনগণের ওপর বাড়তি ভাড়া চাপানো ঠিক হবে না। সব দেশেই সরকার ভর্তুকি দিয়ে এ ধরনের গণপরিবহন পরিচালনা করে।

তিনি আরও বলেন, অনভিজ্ঞ লোকদের মেট্রোরেল নির্মাণে দায়িত্ব দেয়ায় তারা কোনো প্রকার সমীক্ষা বা গবেষণা ছাড়া কেবলমাত্র এশিয়ার সর্বোচ্চ ব্যয়ে মেট্রোরেল নির্মাণে যাবতীয় খরচ যাত্রীদের থেকে চড়াদামে উসুলের লক্ষ্যে এবং বেসরকারি বাস কোম্পানিগুলোকে লাভবান করতে সর্বোচ্চ হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়