খেরসনে ২৪ ঘণ্টায় ১৬ বার গোলাবর্ষণ

আগের সংবাদ

ফারদিনের মৃত্যু র‍্যাব-ডিবি সুন্দর বিশ্লেষণ করেছে

পরের সংবাদ

শাহরুখের সঙ্গে চঞ্চলের সেলফি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২ , ৩:০৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২ , ৩:০৫ অপরাহ্ণ

বলিউড বাদশা শাহরুখের সঙ্গে বাংলা নাটক-সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সেলফি তুলেছেন। সেলফিতে চঞ্চলকে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চঞ্চলের এই সেলফি অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, চঞ্চল বন্ধু, আমাদের শাহরুখ! আমাদের আনন্দ, অহংকার। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে, কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষে চঞ্চল চৌধুরী।

এদিকে, হিদন্দুস্তানের টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরের। এতে মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান থেকে বাংলার জামাই অমিতাভ বচ্চন, কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান। টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী থেকে দেব, মিমি, শুভশ্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। হাজির ছিলেন টেলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও।

একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা প্রদর্শিত হবে এবার। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে চঞ্চলকে। নেটদুনিয়ায় শাহরুখ ও চঞ্চলের একটি সেলফি হু হু করে ভাইরাল হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়