ইউক্রেনে ৬০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

আগের সংবাদ

রাতের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

জাপাতেও ঠাঁই পেয়েছে যুদ্ধাপরাধীরা: চুন্নু

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:৪০ অপরাহ্ণ

জাতীয় পার্টিতে (জাপা) বিভিন্ন সময় যুদ্ধাপরাধীরা ঠাঁই পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলে, এমনকি আমাদের দলেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীরা স্থান পেয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমার জন্য লজ্জা ও দুঃখজনক। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনোভাবে আপস হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সরকার দেশ থেকে দুর্নীতি দূর করার কোনো উদ্যোগ নেয়নি। দেশে বেকার সমস্যা দূরীকরণে তাদের কোনো উদ্যোগ নেই। দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর চায় না।’

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়