ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত

আগের সংবাদ

জাপাতেও ঠাঁই পেয়েছে যুদ্ধাপরাধীরা: চুন্নু

পরের সংবাদ

ইউক্রেনে ৬০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:২৭ অপরাহ্ণ

ইউক্রেনের বিভিন্ন শহরে শুক্রবার (১৬ ডিসেম্বর) আবারো প্রাণঘাতী হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী ৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

কিয়েভসহ দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিম ও কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ সেনারা। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র কিরিভি রিহে আবাসিক ভবনে আঘাত হানলে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া খেরসনে আরেক জন নিহত হয়েছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্টের।

এর আগে চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনে আবাসিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ কাঠামোতে হামলা বাড়িয়েছে বলে দাবি করেছেন কিয়েভ কর্মকর্তারা। দেশটির খারকিভ ও অন্যান্য অঞ্চল রুশ হামলার ফলে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়