×

সারাদেশ

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু

ছবি: ভোরের কাগজ

হাওর প্রধান জেলা সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় এবার ১০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। কৃষকদের দ্বারা গঠিত পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে শত কোটি টাকা দিয়ে নির্মিত হবে হাওরের ফসলরক্ষা বাঁধ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওরের পশ্চিম পাড়ে পিআইসি কমিটির মাধ্যমে জয়কলস খাদ্য গোদাম সংলগ্ন বাঁধে ফসল রক্ষা বাঁধের মাটি কেটে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা কৃষি অফিসার খন্দকার সুহেল আহমদ, পিআইও শাহাদাত হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শহিদ মিয়া, জিএম সাজ্জাদ, ইউপি সদস্য মছকু মিয়াসহ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার নিয়ম আছে। সে অনুযায়ী আজ (বৃহস্পতিবার) শান্তিগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেছি। শান্তিগঞ্জ উপজেলার ছোট বড় ২৩টি হাওরের ফসল রক্ষার জন্য প্রায় ৫০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ ৯৬টি পিআইসি কমিটির মাধ্যমে নির্মাণ করা হবে। এ কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App