×

সারাদেশ

বিজয়পূর্ব সন্ধ্যায় বোধনের ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

বিজয়পূর্ব সন্ধ্যায় বোধনের ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’

ছবি: ভোরের কাগজ

বিজয়পূর্ব সন্ধ্যায় বোধনের ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’
বিজয়পূর্ব সন্ধ্যায় বোধনের ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’

মহান বিজয় দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’ অনুষ্ঠান ১৫ ডিসেম্বর ২০২২ সোমবার সন্ধ্যা ৭টায় চেরাগি চত্বরে (ব্র্যাক ব্যাংকের সামনে) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বালন, কথামালা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। বোধনের সহ সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে বোধন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে কথামালায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুস্বপন বিশ্বাস, মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি বিশ্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাবেক ছাত্রনেতা ও সাহিত্যিক অধ্যাপক মাসুম চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের এবং সৃজনশীল প্রকাশক পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক কবি আলী প্রয়াস। বক্তারা বলেন, শহীদের রক্তের যদি মূল্য দিতে চাই তাহলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমাদের একাত্মতা পোষণ করতেই হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর, বিজয়প্রাক্কালে এই হোক আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী যারীন সুবাহ, এম মনজুর হোসেন চৌধুরী মানিক, হৈমন্তী তালুকদার, নাফিস মুরসালিন, লাভলী আক্তার নিশাত, মিথিলা দাশ, সুমি দে, বর্ণা চৌধুরী, উর্মি চৌধুরী, পূর্ণতা বড়ুয়া, স্মরণ ধর, লাবন্য দেব শ্রেয়া, শিমলা চক্রবর্তী, হিমানী মজুমদার, আরিকা আমান, আরিসা আফসান, সুদীপা সাহা, প্রেমজিৎ মজুমদার, পার্থ ধর সৃজয়, তনুশ্রী ধর, অর্পিতা চৌধুরী, অরণ্য সেন শর্মা, আনমোল চৌধুরী, অনিন্দিতা চৌধুরী, শুভশ্রী মেধা, সৌম্য সরকার, সুদীপ্ত বড়ুয়া, দেবরাজ সেন, যেবা সামিহা, সত্যজিৎ ভৌমিক, আদ্রিতা বড়ুয়া, স্বর্ণয় দত্ত, যাওয়াদ আল আহনাফ, রোদসী মেহেরীন, রাতুল নন্দী, প্রাপ্য দাশ বর্ণ, অভিজিৎ দেব পার্থ প্রমুখ এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পী অনুকা গুহ, বনকুসুম বড়ূয়া, মৌ দত্ত, স্নিগ্ধা বড়ুয়া এবং নাছরিন তমা।

আবৃত্তিশিল্পী ইতু সাহার গ্রন্থনায় দ্বৈত আবৃত্তি ‘বিজয়ের লাল সূর্য’ পরিবেশন করেন ইতু সাহা এবং পৃথুলা চৌধুরী। শিশু বিভাগের পরিবেশনায় আবৃত্তিশিল্পী ইতু সাহার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু অতঃপর বাংলাদেশ’ পরিবেশিত হয়। বোধন সদস্যদের পরিবেশনায় কবি উৎপলকান্তি বড়ুয়ার রচনায় ও আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শোনো মুজিবুর’ পরিবেশন করা হয়।

নৃত্যশিল্পী রিয়া দাশ চায়নার পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যনিকেতন এবং একক নৃত্য পরিবেশন করেন সপ্তর্ষী বিশ্বাস বিউ। গণসংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের আবৃত্তিশিল্পী রীমা দাশ এবং অনিমেষ পালিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী, জাভেদ হোসেন, শিমুল নন্দী, শিপ্রা দাশ, চিন্ময় মিত্র, তারমিন পুষ্পা, সন্দীপন সেন একা, লাবন্য দেব শ্রেয়া, প্রিয়ন্তী বড়ুয়া, পূর্নতা বড়ুয়া, তুর্ণা দাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App