×

বিনোদন

টিকটক না করার পরামর্শ দীঘিকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

টিকটক না করার পরামর্শ দীঘিকে

ছবি: সংগৃহীত

টিকটক না করার পরামর্শ দীঘিকে

চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও নিয়মিত টিকটক ও সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘিকে। এবার তাকে টিকটকে সময় ব্যায় না করে অভিনয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিলেন নির্মাতা রায়হান রাফি। এছাড়াও এই নায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দীঘির দেয়া স্ট্যাটাস ঘিরে রাফির এই মন্তব্য। দীঘির অভিযোগ, তাকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দেওয়া হয়েছে। তবে দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন রাফি। তিনি বলেন, দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।

রায়হান রাফি বলেন, একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত কেবল একজনই হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি।

দীঘি আলোচনায় আসার জন্যই এমন করেছেন বলে মনে করেন এই নির্মাতা। তিনি আরো বলেন, আমি তো কোনো স্ক্যান্ডাল দিয়ে আলোচনায় আসিনি। আমি আলোচনায় এসেছি আমার সিনেমা দিয়ে, ‘পোড়ামন-২’ দিয়ে, ‘পরাণ’ দিয়ে, ‘দামাল’ দিয়ে। দীঘি যেটা করছে আলোচনার জন্যই করছে।

দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ পড়েছে এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।

প্রসঙ্গত, সোমবার (১২ ডিসেম্বর) দীঘি একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি প্রায়শই অনেক লোকের পোস্ট দেখি সেখানে নতুন কাস্ট নেওয়া হয়। এটা দেখে আমি হাসি। কারণ, অন্যদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ পাচ্ছেন এবং সেখানে যাত্রা শুরু করছেন। আমি সেইসব ভুয়া মানুষদের জন্য অনেক ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দিয়েছে এবং দিন শেষে আমাকে অপমান করেছে। অন্যান্য বিশ্বের ইন্ডাস্ট্রির থেকে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর।’

তিনি আরও বলেন, ‘এতে আমার কোনো অনুশোচনা নেই। কারণ, আমি আমার দক্ষতা এবং আমার পরিবার এবং বন্ধুদের প্রার্থনায় বিশ্বাস করি। যারা আমাকে সত্যিই প্রশংসা করেন, ভালোবাসেন। আমি শুধু আল্লাহকে বিশ্বাস করি। আমার এই লেখার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আমি এসবে ভুক্তভোগী, আর তা সবাই জানে। আমি যে ৩ বছরের বেশি সময় ধরে এই ক্ষোভ নিজের মধ্যে ধরে রেখেছি এটা সবাই জানে। আমি শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেট খেলার জন্য ক্লান্ত এবং অসুস্থ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App