×

জাতীয়

জঙ্গি ছিনতাই: ৮ জন ৪ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:২১ পিএম

জঙ্গি ছিনতাই: ৮ জন ৪ দিনের রিমান্ডে

বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে ডান্ডাবেড়ি পরিয়ে ৮ জঙ্গিকে আদালতে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৮ সদস্যকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আ: সবুর, মো. ওমর ফারুক, মীর ফরিদুল হক ও মোহাম্মদ হানিফ।

আসামিদের মধ্যে প্রথম ৫ জনকে পূর্বের ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তারাসহ মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরের নতুন তিনজনকে মিলে ৮ জনের ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাব-ইন্সপেক্টর মুহাম্মদ মুসাদ্দিমুল হক। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামিদের আদালতে হাজিরের সময় সবাইকে ডান্ডাবেড়ি পরানো হয়।

এ মামলা সূত্রে জানা যায়, এ মামলায় পূর্বে গ্রেপ্তার এজাহার নামীয় আসামি জাকির হোসেন ওরফে ইব্রাহিমকে গত ১৭ নভেম্বর দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকাকালে সে জানায়, বর্তমান আনসার আল ইসলামের মাস্টারমাইন্ড খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আ: সবুরসহ আরও ২০-২৫ জন সদস্য পুরো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা জেলখানা থেকে অনলাইন ভিত্তিক গোপনীয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে আনসার আল ইসলামের সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০ নভেম্বর সংগঠনের সদস্যরা আদালত প্রাঙ্গন থেকে দুর্ধর্ষ আসামি ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।

উল্লেখ থাকে, গত ২০ নভেম্বর আনসার আল ইসলামের সদস্যরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক থেকে পুলিশকে মারধর করে দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায়। পরে রাতেই মোহাম্মদপুর থানার মামলায় কারাগারে থাকে ১০ আসামিকে কোতয়ালী থানার দায়ের করা জঙ্গি ছিনতাইয়ের মামলায় রাতেই ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App