×

আন্তর্জাতিক

কোভিড সংক্রমণের চাপে চীনের হাসপাতালগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৩:১৮ পিএম

সম্প্রতি চীনের 'জিরো কোভিড' নীতির বিরুদ্ধে বিক্ষোভের পর নানা বিধিনিষেধ তুলেনেয় কর্তৃপক্ষ। এর পরেই ধীরে ধীরে বাড়তে থাকে করোনা সংক্রমণ। ফলে চীনের হাসপাতালগুলোতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে।

কোভিড নীতিতে তাড়াহুড়ো করে পরিবর্তনের কারণে এখন চিকিৎসক ও নার্সদের মাধ্যমে রোগীরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সারা দেশে হাসপাতালগুলো এমনকি কর্মীদের স্বল্পতার কারণে ভাইরাসে সংক্রামিত ফ্রন্টলাইন মেডিকেল কর্মীদের ডাকছে বলে ধারনা করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য নীতি বিষয়ক বিশেষজ্ঞ চীনা অধ্যাপক চেন শি শুরু থেকেই স্বদেশের কোভিড সংকট পর্যবেক্ষণ করে আসছেন।

তিনি জানান, চীনের স্বাস্থ্য ব্যবস্থা এখন যে ব্যাপক চাপে পড়েছে তা নিয়ে দেশটির হাসপাতাল পরিচালক ও অন্যান্য মেডিকেল কর্মীদের সঙ্গে তার কথা হয়েছে।

“আক্রান্ত ব্যক্তিদেরও হাসপাতালগুলোতে কাজ করতে হচ্ছে, যা সেখানে সংক্রমণের একটি পরিবেশ সৃষ্টি করছে,” বলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App