×

খেলা

আর্জেন্টিনাকে সমর্থন করেন না কাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

আর্জেন্টিনাকে সমর্থন করেন না কাকা

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ছিটকে গেছে ব্রাজিল। অন্যদিকে সেই ক্রোয়াটদের সেমিফাইনালে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে। এ ম্যাচে অনবদ্য ফুটবল উপহার উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যিনি ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে নিজের নাম পাকাপোক্ত করে নিয়েছেন। মেসিকে সেরা মানেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাও। তবে মেসিকে সেরা মনে করলেও ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন না তিনি। কাকার ভাষ্য, ‘সকলেই মেসিকে ভালোবাসেন। সে সেরা খেলোয়াড়দের একজন। তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি কখনই আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না।’ অন্যসব বিশ্বকাপ থেকে ছাড়িয়ে গেছে এবারের ফুটবল বিশ্বকাপের উত্তাপ। কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল নানান সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পদে পদে নিজেদের প্রমাণ করেছে কাতার। এবারের বিশ্বকাপকে সেরা বিশ্বকাপ বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা। তিনি বলেন, ‘এটা আমার দেখা অন্যতম সেরা একটি বিশ্বকাপ। অবকাঠামোগত দিক থেকেও এটা সেরা। এখানে ভালো মানের স্টেডিয়াম রয়েছে। এখানের মানুষের ব্যবহারও অনেক ভালো।’ এবারের বিশ্বকাপে সেরা ফুটবলারকে কে জানতে চাওয়া হলে কাকা বলেন, ‘এবারের বিশ্বকাপের সেরা ফুটবলার? লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।’ এদিকে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। মেসিরা গোল করার পর হাততালি দিতেও দেখা গেছে তাকে। অনেকে বলছেন, মূলত আর্জেন্টিনার খেলা দেখার জন্যই গ্যালারিতে আসেন রোনালদিনহো। লিওনেল মেসির সঙ্গে তার মধুর সম্পর্ক। বার্সেলোনায় দুজনের লম্বা সময়ের সুমধুর স্মৃতিও আছে। লিওনেল মেসির বেড়ে উঠার সময়টায় কাতালান ক্লাবটিতে রাজ করছিলেন রোনালদিনহো। রোনালদিনহো ছাড়াও কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপভোগ করেছেন রোনালদো, কাফু, রবার্তো কার্লোস এবং দিদারা। আর তাইতো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো টুইট করেছেন, বিশ্বকাপে ফ্যামিলি রিইউনিয়ন। এদিকে শিরোপা থেকে এক পা দূরে আছে দূরে আছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্ব›দ্বী হলেও লাতিন দল হওয়ায় আর্জেন্টিনার জয় চায় ব্রাজিলের অনেকে। খোদ ব্রাজিল ফুটবল ফেডারেশনও শুভকামনা জানিয়েছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো লিমাও চান মেসির স্বপ্নপূরণ হোক। কিন্তু তিনি আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে চান না। দুই দেশের ফুটবল বৈরিতার প্রসঙ্গ টেনে একথা বলেছেন সাবেক মিস্টার নাম্বার নাইন। লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা তার এখনো ছুঁয়ে দেখা হয়নি। মেসি শিরোপা জিতে গেলে খুশিই হবেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু আর্জেন্টিনার হাতে শিরোপা দেখলে একটু খারাপই লাগবে তার। এ সম্পর্কে স্প্যানিশ দৈনিক মার্কাকে রোনালদো বলেন, ‘মেসির জন্য আমি খুশি হব। কিন্তু আপনি জানেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা ফুটবল বৈরিতা আছে। আর্জেন্টিনা জিতুক, একথা বললে তাই হিপোক্রেটের মতোই শোনাবে। এটা সত্য নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App