৩ যুগের অপেক্ষা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা

আগের সংবাদ

হঠাৎ রিয়ালে কেন রোনালদো

পরের সংবাদ

সন্তান জন্মালেই বাবা-মা পাবেন ৪ লাখ টাকা

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ , ৮:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২ , ৯:১৯ পূর্বাহ্ণ

দেশে জন্মহার বাড়াতে এবার অভিভাবকদের আর্থিক প্রণোদনা বাড়াল জাপানের সরকার। ২০২৩ সাল থেকে প্রত্যেক সদ্যোজাত সন্তানের জন্য অভিভাবকদের এককালীন ৫ লাখ ইয়েন (৩ লাখ ৭৫ হাজার ৫০২ টাকা) দেয়া হবে।

বর্তমানে সন্তান জন্মদানের জন্য মাতাপিতাকে এককালীন ৪ লাখ ২০ হাজার ইয়েন (৩ লাখ ১৫ হাজার ৪২২ টাকা) প্রণোদনা দেয় জাপানের স্বাস্থ্য ও শ্রমকল্যাণ মন্ত্রণালয়। সেই হিসেবে নতুন বছর থেকে আরো ৮০ হাজার ইয়েন বেশি পাবেন সদ্য মা-বাবা হওয়া দম্পতিরা। দীর্ঘদিন ধরে নিন্ম জন্মহার সংক্রান্ত সমস্যায় ভুগছে জাপান। সাধারণ জনগণকে সন্তান জন্মদানে উৎসাহী করতে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে, কিন্তু সেসবে কাক্সিক্ষত সুফল আসেনি।

জাপানের জাতীয় দৈনিক জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য ও শ্রমকল্যাণ মন্ত্রী কাতসোনোবু কাতো গত সপ্তাহে জাপানের প্রধামমন্ত্রী ফুমিও কিশিদার কাছে এই পরিকল্পনা উপস্থাপন করলে কিশিদা তাতে সম্মতি দেন। প্রধানমন্ত্রীর সম্মতির পর চলতি সপ্তাহে এই আদেশ জারি করল সরকার।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়